রাত আটটার পর দোকানপাট বন্ধ থাকবে বগুড়ায়।
|
![]() সময় নিউজ বিডিঃ করোনার ‘দ্বিতীয় ঢেউ’ মোকাবিলায় আগামীকাল সোমবার থেকে বগুড়া শহরের সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট, বিপণিবিতান রাত আটটার পর বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দোকানপাট বন্ধের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান। শহরের দোকানপাট সোমবার রাত থেকে আটটার মধ্যে বন্ধ রাখার আহ্বান জানিয়ে পৌরসভার পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় আপাতত রাত আটটার পর ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট-বিপণিকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পরামর্শে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ কে এম মাহবুবর রহমান, মেয়র, বগুড়া পৌরসভা। এদিকে পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন আজ রোববারও শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাস্ক ব্যবহার না করার অপরাধে তিনজনকে এক দিন করে কারাদণ্ড এবং ৩০ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিকেলে এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও মো. নাসিম রেজা। এ নিয়ে গত এক সপ্তাহে মাস্ক না পরায় শতাধিক ব্যক্তিকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে। |