ঢাকার ফ্লাইওভারগুলোতে উঠা ও নামার জায়গায় উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা বসাতে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ফ্লাইওভার গুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসবে
|
![]() ফ্লাইওভারে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রোববার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। গাড়ি ও মোটরসাইকেল চুরি প্রতিরোধে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) ও সাসপেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (এসআইভিএস) এর মতো সফটওয়্যার হালনাগাদ করতেও বলেন শফিকুল। তিনি বলেন, গাড়ি ও মোটরসাইকেল ট্র্যাকিং সিস্টেমের আওতায় আসলে চুরি অনেকাংশে কমে যাবে |