বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩২) নিহত ।
|
![]() সময় নিউজ বিডিঃ রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, রাত ১১ টার দিকে বিমানবন্দরের এপিবিএন মাঠ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এসআই কামরুল মারা যান।কোন যানবাহনের ধাক্কায় মারা গেছেন তা জানার চেষ্টা চলছে। তিনি ওই এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, এসআই কামরুল গুলশান থানায় কর্মরত ছিলেন। নাইট ডিউটি শেষে করে বুধবার বিকেলেও তিনি থানায় কাজ করেছেন। একপর্যায়ে কাজ শেষে তিনি থানা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ আগে জানতে পারি কামরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।তিনি গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন। |