মাওলানা মামুনুল হককে ময়মনসিংহে আসতে বাধা দেয়ায়: ইত্তেফাকুল উলামার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ।
এস,এম,এ,আব্দুল কাদের, ময়মনসিংহ (প্রতিনিধি)
|
![]() সময় নিউজ বিডিঃ ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলূমের ইসলামি সম্মেলনে মাওলানা মামুনুল হককে আসতে বাধা দেয়ার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা স্থানীয় বড় মসজিদে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী। শনিবার (১৬ জানুয়ারি) স্থানীয় তালতলা মাদরাসা ময়দানে আয়োজিত ইসলামি সম্মেলন শেষে রাত ৯ টায় আল্লামা হাফেজ্জী এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে রাত ৮ টায় মাওলানা মামুনুল হককে ময়মনসিংহে আসার পথে মাওনা এলাকায় তার গাড়ি আটকিয়ে ঢাকা অভিমুখে ফিরিয়ে দেয়া হয়েছে সংবাদ ছড়িয়ে পড়লে সম্মেলন স্থলে উত্তেজনার সৃষ্টি হয়। আল্লামা হাফেজ্জী কর্মসূচি ঘোষণা করতে যেয়ে বলেন, রাসূলের নুরানী যিন্দেগীর আলোচনা, কুরআনি আইনের আলোচনা সর্বত্র হবে, শহরে হবে, বন্দরে হবে, গ্রামে হবে, গঞ্জে হবে। |