পিরোজপুরের কাউখালীতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বিকাশ হালদার,পিরোজপুর প্রতিনিধিঃ
|
![]() সময় নিউজ বিডিঃ পিরোজপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও অবসর প্রাপ্ত সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ শহিদুল ইসলামের উপর হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার ও মালামাল লুটের প্রতিবাদে বিচার চেয়ে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। কাউখালীতে রবিবার (১৭ জানুয়ারি) উপজেলা সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে ব্যক্তব্য রাখেন চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওমীলীগের সহ সভাপতি মাহামুদ খান খোকন, হামলায় আহত তার ছোট ভাই নজরুল ইসলাম বাচ্চু সহ গন্যমান্য ব্যক্তিগন। মাববন্ধন কর্মসূচীতে এলাকার চেয়ারম্যান সহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। তারা দুস্ককৃতিকারীদের গ্রেফতার ও দ্রæত বিচারের দাবি জানান। উল্লেখ্য গত ১০ জানুয়ারি রবিবার গভীর রাতে উপজেলার পারসাতুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ঘরে দরজা ভেঙ্গে দুস্ককৃতিকারীরা প্রবেশ করে তাকে এলোপাথারী ভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ঘরের একটি রুমের মধ্যে আটকে রাখে। এ সময় দুস্ককৃতিকারীরা ঘরে ৩টি আলমারি ভেঙ্গে নগদ ৩ লাখ ৯০ হাজার টাকা ও ৮ লাখ ৫৭ হাজার টাকার স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরের দিন কাউখালী থানায় তার ভাই নজরুল ইসলাম বাচ্চু বাদী হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। শহীদুল ইসলামকে প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থার অবনতি ঘটলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি বেসরকারি হাসপালাতে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, দুস্কৃতিকারী একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় দ্রæত আনা হবে। |