কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবক্সে ৫ মাসে ২ কোটি৩৮লাখ ৫৫হাজার টাকা।
এস,এম,এ,আব্দুল কাদের,ময়মনসিংহ প্রতিনিধি।
|
![]() সময় নিউজ বিডিঃ বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ৫ মাসে ৮ টি দান বক্স খুলে মিলল নগদ টাকা স্বর্ন রুপীও বৈদেশিক মুদ্রা পাওয়া গেল। ৫ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি দানবক্স থেকে মোট ২কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া যায়। এসব দানের টাকা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের উন্নয়নে,মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা,পাগলা মসজিদের উন্নয়নে,বিভিন্ন সময় এতিম গরীব অসহায় মানুষদের ও বিয়ের কাজে ব্যায় হয়ে থাকে। এসব দানের টাকা জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে বাক্সগুলো খোলা,পরিচালনা ও নির্ধারিত একাউন্টে টাকাগুলো জমা করা হয়ে থাকে। |