সময় নিউজ বিডিঃ লক্ষ্মীপুর জেলা গণগ্রন্থাগারের আয়োজনে জেলার বেসঃ পাঠাগার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। আজ ২৮ জানুয়ারি জেলা গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে লক্ষ্মীপুরে প্রায় ২৫টি পাঠাগারের প্রতিনিধিরা উপস্থিত হন।
এই সময় আগামী ০৫ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের জন্য বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।
উক্ত সভায় নন্দন পাঠাগারে প্রতিষ্ঠাতা রাজু আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলার সরকারি গণগ্রন্থাগারের প্রধান কাউসার শেখ, সচেতন নাগরিক কমিটির(সনাক) লাইব্রেরীর প্রতিনিধি আব্দুল মান্নান আকন্দ, মমতাজ পাঠাগারের সভাপতি মমতাজ বেগম, মরহুম মৌলভী ফজলুর রহমান স্মৃতি পাঠাগারের সভাপতি এস এম আওলাদ হোসেন, কাশেম স্মৃতি পাঠাগারের সভাপতি মনোয়ারা কাশেম, ওয়াইজ পাঠাগারের সভাপতি সাবরিনা আক্তার, উপকূল সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়ন পাঠাগারের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, কমলনগর সুহৃদ সমিতি পাঠাগার প্রতিনিধি কফিল উদ্দিন সোহেল, মাওলানা হোসাইন পাঠাগার তোরাবগঞ্জ এম এ হালিম হোসাইন, ভয়েস পাঠাগার লাহারকান্দি মোঃ সোলায়মান,গ্লোরিয়াস পাঠাগার লাহারকান্দি আবির আহম্মদ, গোপরান স্মৃতি পাঠাগার শিবপুর মোঃ শফিকুর রহমান মিঠু, নন্দন পাঠাগারের সভাপতি রাজান মোল্লা, হাসানিয়া পাঠাগার মোহাম্মদ মোস্তফা বেপারী, আলোকিত পাঠাগার কুশাখালী সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান হোসেন, বি কে বি পাঠাগার মান্দারী মোহাম্মদ ইসমাইল খান সুজন, বহ্নি শিখা সমাজ উন্নয়ন গ্রন্থাগার নন্দনপুরের আয়েশা ইসলাম, নন্দন ফাউন্ডেশন পাঠাগারের প্রতিনিধি তানিয়া আক্তার, তারুণ্যের স্বপ্ন ছোঁয়া পাঠাগার সভাপতি আবির হাসান প্রমুখ।।
উক্ত আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী দিনের বেসরকারি পাঠাগার একযোগে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে সামাজিক উন্নয়নে ও পাঠাগারে পাঠক বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রম করার গ্রহণ করার জন্যসম্মতি জ্ঞাপন করেন।