ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়: আহত-১২
জেলা প্রতিনিধি,সাহিদুর রহমানঃ-
|
![]() সময় নিউজ বিডিঃ ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে যান। রবিবার বিকালে বোরহানউদ্দিন পৌর ৩ নং ওয়ার্ডের বোরহানউদ্দিন হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তাওসিন জানায়, ঘটনার সময় পার্শ্ববর্তী মাঠে তারা খেলা করছিল। হঠাৎ ভোলা থেকে চরফ্যাশনে গামী যাত্রীবাহী বাস জুয়েল নাজমুল ঢাকা মেট্রো জ-১১-২৬৭৫ হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশে খাদে পড়ে যায় । পার্শ্ববর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করেন। আহতরা হলেন শাহিন, জসিম, জাহাঙ্গীর, তাসলিমা, রাসেল, রাকিব,মমতাজ, রোজিনা ,কালিমুল্লাহ, অভি, সুবর্ণা ও ফেরদৌস |