ফকিরহাটে জুম্মার নামাজের সময় সাংবাদিকের মোটরবাইক চুরি
মোঃ রাকিবুল ইসলাম বিষেশ প্রতিনিধি।
|
![]() সময় নিউজ বিডিঃ ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক খান আল আউয়াল মনির মোটরবাইকটি চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, ১২ ফেব্রুয়ারি শুক্রবার ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা উত্তর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদের পাশে তার ব্যবহৃত বুলু কালারের পালচার মটরসাইকেল (যার নং-বাগেরহাট-ল-১১-১৫৯০) রেখে যান। নামাজ আদায়ের পর মসজিদের বাহিরে এসে দেখেন তার মোটরবাইকটি কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। উক্ত মোটরবাইকটির সামনে সাংবাদিক লেখা রয়েছে। উল্লেখ্য, ফকিরহাট উপজেলায় প্রায়ই মোটরবাইক চুরি ঘটনা শোনা যায়।
|