চিহ্নিত জুয়া পরিচালনাকারী লুকুসহ পাঁচ জুয়াড়ি গ্রেফতার
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
|
![]() সময় নিউজ বিডিঃ রাজশাহী মহানগরীতে চিহ্নিত জুয়া পরিচালনাকারী লুকু সহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে (মহানগর গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের একটি দল। গত রোববার দিবাগত গভীর রাতে নগরীর পঞ্চবটি পানির পাম্প সংলগ্ন শহররক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নগরীর রাণীনগর হাদির মোড় এলাকার জুয়া পরিচালনাকারী মো. লুকু (৩৯) ও ওমর আলী (৩৫), শেখেরচক এলাকার মো. সোহাগ (২৩) শেখেরচক বিহারী বাগান এলাকার শাহীন হোসেন ওরফে রিপন (৩৮) এবং হাদীর মোড় নদীরধার এলাকার বাসিন্দা মো. লিটন (৪৫)। এদের মধ্যে জুয়ার আসর পরিচালনাকারী লুকু। সে দির্ঘ কয়েক বছর ধরে জুয়ার আসর চালিয়ে আসছে। তিনি জানান, গ্রেফতারকৃত জুয়াড়িদের কাছ থেকে পাঁচ প্যাকেট তাস এবং নগদ ৫ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। |