ময়মনসিংহে ডিবির অভিযানে সাড়ে চার কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
(ময়মনসিংহ) প্রতিনিধি।
|
![]() সময় নিউজ বিডিঃ ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে সাড়ে চার কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানের প্রথম দিনে শনিবার সাড়ে চার কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুরের বাঁশাটি পশ্চিমপাড়া থেকে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মহর উদ্দিন ওরফে বিশু এবং এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়ার ছনকান্দা থেকে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাধাকানাই বাগানেরকান্দাপারার শামীম ও ছনকান্দার শামীমকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। |