মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি বুধবার দুপুরে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম রাখালিয়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষ্মীপুর দুই (রায়পুর- সদর একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী স্টল ঘুরে দেখেন এবং বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন।

দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউসুফ হোসেন শিয়ামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে জাতীয় সংগীত পরিবেশন করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিল্পীগোষ্ঠী।

পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল আমিন বলেন “স্ব-অর্থায়নে পরিচালিত রাজনীতি ও ধূমপানমুক্ত” শ্লোগানকে উপজীব্য করে জাতীয় মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ২০১১ সালে জেলার রায়পুর উপজেলায় পশ্চিম রাখালিয়ায় অবহেলিত বিপুল জনগোষ্ঠীর বহু কাঙ্খিত শিক্ষালয় হিসেবে আত্মপ্রকাশ করে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পূর্ণ করেছে দশটি সাফল্যময় স্বর্ণালি বছর। শান্তি-শৃঙ্খলা, পাঠদান কার্যক্রম পরিচালনা, অভ্যন্তরীণ পরীক্ষা পদ্ধতি এবং শিক্ষা সহায়ক কার্যক্রমে এ কলেজের স্বাতন্ত্র ও সাফল্য আজ সর্ব মহলে প্রশংসিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাস্তবমূখী শিক্ষার পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে দুর্বার গতিতে এগিয়ে চলছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। অধ্যক্ষ নুরুল আমিন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য স্হানীয় সংসদ সদস্য এডঃ নুরউদ্দিন চৌধুরী নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে অনুষ্ঠানে আসার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আজকের সুন্দর এ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ শিক্ষা প্রতিষ্ঠানটি শহর থেকে লোকালয়ে হলেও লক্ষ্মীপুর-রায়পুর শহর থেকে বহু শিক্ষার্থী এখানে এসে পড়াশোনা করে। কারণ, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের অতি যত্ন করে পাঠদান করানোর হয়। এভাবে এগিয়ে গেলে আমার প্রত্যাশা এ শিক্ষা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করতে পারে। আপনারা শুনলে খুশি হবেন, রায়পুরে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ হচ্ছে এছাড়া পাঁচ কোটি টাকা ব্যয়ে খেলাধুলার জন্য রায়পুরে একটি স্টেডিয়াম হবে। ইতিমধ্যে রায়পুর সরকারি কলেজে একজন অধ্যক্ষ ও দশজন নতুন প্রভাষক নিয়োগ দেয়া হয়েছে। সরকারি হাসপাতালে সেবার মান বাড়ানো হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমার তরফ থেকে সবসময় সহযোগিতা করা হবে।
প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমানে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ বলেন, আমাদের সীমানা শুধু রায়পুর পর্যন্ত নয়, আমাদের ভাবতে হবে, যেতে হবে, আকাশ পর্যন্ত, তাই আমাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক সীমানা পর্যন্ত এগিয়ে যাওয়ার লক্ষ্যে সংকল্প নিয়ে সঠিক নিয়মে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই শৃঙ্খলার মাধ্যমে নিয়মিতভাবে লেখাপড়া করতে হবে। লেখা পড়ার বিকল্প কোনো কিছু নাই। তিনি খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো- চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক কাজী সায়মা বিন ফারুকী, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, রায়পুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শিপন বড়ুয়া, ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল (কিসমত)। প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মিসহ সমাজের নানান পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পিঠা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ২৬টি পিঠা স্টলের শিক্ষার্থীদের প্রত্যেক স্টলকে এক হাজার টাকা করে বিশেষ পুরস্কার প্রদান করেন এবং পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ শাহজাদা পারভেজ টিনু।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর-ই আলম আজাদ।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও এস এম আমিনুল ইসলাম।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : এস এম আওলাদ হোসেন।

অফিসঃ
ঢাকাঃ সুলতান টাওয়ার (৩য় তলা) টংঙ্গী বাজার, গাজিপুর, ঢাকা।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
কলাপাড়াঃ মমতা মার্কেট,বাদুড় তলী সূইজগেট,কলাপাড়া,পটুয়াখালী।
E-mail: somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস   হামাস সম্মতি দেয়ার পরেও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত   লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু ভারতে   আজ ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী   উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন   কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে টাঙ্গাইলে নিহত ১   অসৎ উদ্দেশ্যে প্রার্থীর পক্ষে গোপন বৈঠক, হোতাসহ ৫ প্রিসাইডিং অফিসার গ্রেপ্তার   উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলেই শাস্তি হবে: ওবায়দুল কাদের   02 দিনের ঝড় ও বজ্রপাতে ৯ জনের মৃত্যু   রাফায় ইসরায়েলের হামলা, নিহত ১৯   বন্যা-ভূমিধসে ব্রাজিলে ৭৮ জনের মৃত্যু   বাস-পিকআপ সংঘর্ষে যাত্রাবাড়ীতে নিহত ২   রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সহযোগিতা চাইলেন : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ   ১৫ দিনে হিট স্ট্রোকে ১৫ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর   কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবি, ৪ পুলিশ প্রত্যাহার   পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন : ফায়ার সর্ভিস   তিন জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু   নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশী আহত   নবনির্মিত এএফআইপি ভবন উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী   লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান