অপহরণের ২৭ দিন পর দশম শ্রেণির শিক্ষার্থী উদ্ধার।।
সাইদুল ইসলাম তালুকদার, কলাপাড়া
|
![]() অপহরনের ২৭ দিন পরে কলাপাড়া উপজেলার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার হয়েছে। রবিবার রাতে বরগুনা জেলার পোটখালী থেকে তাকে উদ্ধার করেছেন পুলিশ। এ সময় ঘটনায় অভিযুক্ত কথিত প্রেমিক সজীব আকন(২০) কে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মিঠাগঞ্জ ইউপির মেলাপাড়া গ্রামের ওই শিক্ষার্থী গত ৩০ মে বাড়ি থেকে কলাপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে অভিযুক্ত সজীবের নেতৃত্বে তাকে অপহরণ করে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। ঘটনার পরে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তাদের বরগুনা জেলার পোটলাখালী খাড়াকান্দা গ্রাম থেকে উদ্ধার করেন। সজীব ঐ গ্রামের গনি আকনের ছেলে বলে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই জহুরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিক্তিতে কৌশলে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এবং তার দেয়া তথ্য অনুযায়ী সজীবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
|