চাদপুর হাজিগঞ্জে লকডাউন অমান্য করায় ১৫০০ টাকা জরিমানা
এস এম আনিছুর রহমান, চাঁদপুর জেলা প্রতিনিধি
|
![]() চাঁদপুর হাজীগঞ্জে কঠোর লকডাউন অমান্য করে চায়ের দোকান খোলা রাখার অপরাধে চাঁদপুর জেলা এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন এর পরিচালনায় চাদপুর হাজিগঞ্জ ১ ও ২ নং ওয়ার্ড সম্মিলিত বলাখাল বাজার।
চায়ের দোকানে দোকানদারদের গণমানুষ ভিড় জমিয়ে চা বিক্রি অপরাধে (৩) তিন দোকান মালিক কে পাঁচশত টাকা করে মোট (১৫০০) পনেরশো টাকা জরিমানা করেন।
ওই সময় তিনি আরো বলেন স্বাস্থ্যবিধি মেনে হোটেল ও চায়ের দোকান চালানো যাবে কিন্তু গণ জামায়াত জড়ো হওয়া যাবে না এবং সন্ধ্যা পাঁচটার পরে বন্ধ রাখতে হবে।
হাজিগঞ্জ উপজেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও বি জি বি এবং আনসার সহ পুলিশ সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ ১০/০৭/২০২১ইং রোজ শনিবার এর কঠোর লকডাউন সমাপ্তি হয়।
এ সময় তিনি আরো বলেন আপনারা সচেতন হলে দেশ ও জাতি সুস্থ থাকবে এক কথায় তিনি বলেন ৫ টার পরে বন্ধ রাখার নির্দেশ ও কঠোর হুঁশিয়ারি দেন।
|