সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারকে দেয়া হবে দেড় লাখ টাকা করে।
বরিশাল প্রতিনিধি।
|
![]() সময় নিউজ বিডিঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা ও আহতদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি, আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, লঞ্চে আগুনে দগ্ধ গুরুতর আহতদের ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হবে। শুক্রবার (২৪ ডিসেম্বর) হাসপাতালে রোগীদের দেখতে এসে তিনি এ ঘোষণা দেন। আগুনে দগ্ধদের সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আহতদের প্রয়োজনে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হবে। এ ছাড়াও তিনি জানান, শের ই বাংলা মেডিক্যালের বার্ন ইউনিট করার বিষয়টি পাশ হয়ে গেছে, শিগগিরই ইউনিটটি চালু হতে পারে। এসময় তিনি আরো জানান, লঞ্চে অগ্নিদগ্ধ সাত রোগীকে ইতিমধ্যে আইসিইউতে নেওয়া হয়েছে। |