কাশিয়ানী উপজেলার নবনির্বাচিত সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত।
আশরাফুজ্জামান, স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ।
|
![]() সময় নিউজ বিডিঃ কাশিয়ানি উপজেলার ১৪ টি ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য বৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়। সুখি সমৃদ্ধ, দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ার শপথের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কাশিয়ানী উপজেলা প্রশাসনের পহ্ম থেকে ফুল দিয়ে নবনির্বাচিত সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যদের বরন করে নেওয়া হয়।এ সময় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রায়হান ও কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানি সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহম্মদ আলী খোকন, মহেশ পুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান লুথু ও কাশিয়ানি উপজেলার ১৪ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ও সুসীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
|