শত্রুতার রেশে জীবন্ত গরুর মাথা ও চার পা কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা।
মাসুুম বিল্লাহ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
|
![]() সময় নিউজ বিডিঃ এ কেমন শত্রুতা। পটুয়াখালীর কলাপাড়ায় একটি জীবন্ত গরুর চার পা এবং মাথা কেটে নিয়ে বাকি অংশ ফেলে রেখে গেছে দুবর্ৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের দারোগার বান এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। গরুর মালিক মনিরুল ইসলাম সংবাদিকদের জানান, ঘটনার রাতে তিনি বাড়িতে একা ছিলেন। ৭/৮ জন দুবর্ৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেন। তিনি ঘর থেকে বের না হওয়ায় গোয়াল ঘর থাকা গরুটি নির্মম ভাবে হত্যা করে। এদিকে ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। |