বাস- সিএনজির সংঘর্ষ, নিহত ২
নিউজ ডেস্ক!!
|
![]() সময় নিউজ বিডিঃ- চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ঈদগাঁওতে চান্দের ঘোনা এলাকায় যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় ২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পর্বপাড়ার মৃত আমির হামজার মেয়ে ছেনুয়ারা বেগম ও খুটাখালী মাককুম পাড়ার জসফর আলমের ছেলে সিএনজি অটোরিকশা চালক জিসান। মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শফিক ও তসলিমা আকতারকে। তাদের মধ্যে তছলিমা আকতারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, চকরিয়া খুটাখালী বাজার থেকে সিএনজি অটোরিকশা করে রামু এলাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে ঈদগাঁও চান্দের ঘোনা এলাকায় চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহি পূরবী বাস ও সিএনজির মূখেমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। |