বাগেরহাটের হাসিব ভুঁইয়ার আত্মজীবনী প্রকাশ।
রাজন সরদার, বাগেরহাট :
|
![]() সময় নিউজ বিডিঃ ২০০২ সালের ১৭ ই জানুয়ারী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ৯নং বলইবুনিয়া ইউনিয়নে জন্মগ্রহন করেন হাসিব ভুঁইয়া।ছোট বেলা থেকেই অনেক স্বপ্ন নিয়ে তার জীবন শুরু হয়।
২০১২ সালে শেরেই বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি, ২০১৫ সালে কুহারদাহ আর এ এম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি ও ২০১৮ সালে এসএসসি পাস করেন।২০২০ সালের খুলনার সনামধন্য সরকারি ব্রজলাল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে নিয়ে এইচএসসি পাস করেন।তিনি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে আছেন যেমনঃ সদস্য,Save The Future Foundation.Associate member,আমার বাংলাদেশ ফাউন্ডেশন। সদস্য, Team Positive Bangladesh. বাগেরহাট জেলা ইনচার্জ, Bangladesh Volunteers Foundation.
এছাড়া ও বন্ধন রক্তদান সংগঠন, রক্তদান ও মানবসেবা ২,স্পন্দন রক্তদান সংগঠন, এসবি ব্লাড ব্যাংক,পানগুছি ব্লাড ব্যাংক সহ অনেক সেচছায় রক্তদান সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে চলছে।২০২০ সালের করোনা কালিন সময়ে সেচ্ছাসেবক হিসেবে অতুলনীয় ভূমিকা রাখায় কোভিড-১৯ সেচ্ছাসেবক সম্মাননা কমিটির আহ্বায়ক কৃষ্ণ ঢালু ও সভাপতি শাহরিয়ার ফাহিম স্যারের পক্ষ থেকে কোভিড-১৯ সেচ্ছাসেবক সম্মাননা ২০২১ গ্রহন করেন।এছাড়া তিনি রাজনৈতিক ভাবে একজন সক্রীয় নেতা।বলইবুনিয়া ইউনিয়নের পরশ্রমী একজন ছাত্রনেতা,বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি এবং খুলনা মহানগর ছাত্রলীগের একজন দক্ষ ও পরিশ্রমী ছাত্রনেতা।রাজপথে তিনি তার সময় শ্রম ও মেধা দিয়ে তার কাঙ্ক্ষিত মর্যাদা পাবার অপেক্ষায়। তিনি বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রেরণা পেয়ে ছাত্রলীগের বিভিন্ন প্রোগামে অংশগ্রহণ করি এবং মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করি।আমরা সকলেই তার জন্য হৃদয়ের অন্তস্তল থেকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা। তার সকল আশা আল্লাহ পূরন করুক। |