বরিশালের মেয়ে চিত্র নায়িকা শিমুর মরাদেহ কেরানীগঞ্জ থেকে উদ্ধার
মো রাসেল সরকার, ঢাকা প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ বস্তাবন্দি অবস্থায় চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মর্গে রাখা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকাল কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুর নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব নুরু রাড়ীর মেয়ে তিনি। নায়িকা সাদিয়া মির্জা গণমাধ্যমকে বলেন,পুলিশ জানিয়েছেন নায়িকা শিমুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। |