দেশীও মাছ রক্ষায় খালে সেচ দিয়ে মা-মাছ ধরা বন্ধ করেন উপজেলা সহকারি কমিশনার।
আশরাফুজ্জামান স্টাফ রিপোর্টারঃ
|
![]() নিউজ ডেস্কঃ দেশিওমাছ রক্ষায় খালে সেচ দিয়ে মামাছ ধরা বন্ধ করেন কাশিয়ানী উপজেলা সহকারি কমিশনার ভুমি মোরশেদুল ইসলাম।
৩০/০১/২০২২ ইং রোজ রবিবার দুপুর ১টার সময় কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার ভুমি জনাব মোর্শেদুল ইসলামের নেতৃত্বে পারুলিয়া ইউনিয়নে সরকারি খালে সেচে মাছ ধরার সময় “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০” অনুযায়ী তা বন্ধ করা হয় এবং সেচ দেওয়া খালে বাধ দেওয়া অংশ খুলে দিলে খাল পুনরায় পানিতে পরিপূর্ণ হয়ে যায়। ফলে দেশিও মাছ রহ্মা পায় এবং উদ্ধার করা প্রায় ৩০ কেজি মাছ স্থানীয় রাহে জান্নাত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায়” এতিমদের মাঝে বিতরণ করা হয় এবং সেচ দিয়ে মাছ ধরায় ন্যাস্ত ব্যাক্তিদের ভবিসৎতে খাল বা উন্মক্ত জলাশয় সেচ দিয়ে মামাছ ধরা থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয় এবং দেশিও মাছ রহ্মায় এলাকা বাসীর সহযোগিতা কামনা করেন।তাই আসুন দেশিও মাছ রহ্মায়
সবাই মৎস্য আইন মেনে চলি, মৎস্য সম্পদ রক্ষা করি।
|