লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটা মালিকের ১ লাখ টাকা জরিমানা
এস এম আওলাদ হোসেন, লক্ষ্মীপুর।।
|
![]() সময় নিউজ বিডিঃ লক্ষ্মীপুরের রামগতিতে মেসার্স আনোয়ারা ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটাতে থাকা দুটি টিনের তৈরী চিমনি (বাংলা চিমনি) ভেঙে দেয়া হয়। লাইসেন্স বিহীন ভাটা পরিচালনার দায়ে মালিক কামরুল ইসলামের এক লাাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার চররমিজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এ অভিযান পরিচালনা করা হয়। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম শান্তুনু চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও এস.এম শান্তুনু চৌধুরী বলেন, ভাটা পরিচালনার জন্য কোন ধরণের লাইসেন্স ছিলো না। এতে ভাটাতে থাকা চিমনি দুটি নামিয়ে ফেলা হয় এবং ফায়ারসার্ভিস কর্মীরা পানি ছিটিয়ে চুলোর আগুন নিভিয়ে দেয়। ইটভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
|