ভোলা লালমোহন মাদ্রাসা এতিম শিশুদের জন্য তিনতলা ভবন নির্মানের ভিত্তি স্থাপন।
ভোলা প্রতিনিধি।
|
![]() সময় নিউজ বিডিঃ ভোলা লালমোহন মাদ্রাসার এতিম শিশুদের জন্য তিনতলা ভবন নির্মানের ভিত্তি স্হাপন করেন। ভোলা ৩ আসনের সংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
মঙ্গলবার সকাল ১১.০০ টায় লালমোহন কর্তার হাট দারুল উলুম ক্করিমিয়া মাদ্রাসার প্রঙ্ঘনে। ভিত্তি স্হপন করেন। কর্তার হাট দারুল উলুম ক্করিমিয়া মাদ্রাসার মোতামিম আলহাজ্ব মাওলানা পীর সাহেব হেমায়েতুর রহমান।
এর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন এমপি। এসময় প্রধান অতিথি বলেন এখন বাংলাদেশে এতিম শিশুদের জন্য আবাসনের ব্যবস্থ করেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
তিনি আজ বাংলাদেশের প্রত্যেক জেলা এতিম শিশুদের জন্য থাকার সুব্যবস্তা করেছেন। দেশে প্রতিটি অনাথ শিশু প্রধানমন্ত্রীর সাহায্য সহোযোগিতা পেয়ে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান। ও উপজেলা আওয়ামী যুবলীগের ও আহ্বায়ক আবুল হাসান রিপন।লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া। রমাগঞ্জ আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা । সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। সাংগঠনিক সম্পাদক আঃ খালেক মাষ্টারসহ আরো অনেকে।
|