ত্রিশালে ড্রাম ট্রাকে পিছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত এক
স্টাফরিপোর্টার ময়মনসিংহ।
|
![]() সময় নিউজ বিডিঃ ময়মনসিংহ ত্রিশালে ড্রাম ট্রাকে পিছনে প্রাইভেটকারের স্বজোরে ধাক্কা মারায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার ( ২ ফেব্রুয়ারী ) দুপুর ২.৩০ মিনিটের সময় ত্রিশাল থানার বাগান জনৈক খালেক কাজীর বাড়ী সংগল্ন পার্শ্ব রাস্তা হতে ঢাকা টু ময়মনসিংহগামী লেনে ড্রাম ট্রাক গাড়ির নং-ঢাকা মেট্রো ঃ- ড-১২১৬২০ উঠার সময় প্রাইভেটকার গাড়ির নং- ঢাকা মেট্রো ঃ- গ-২১-৭৯১৭ এর চালক প্রাইভেটকার দিয়ে ড্রাম ট্রাককে পিছনে স্বজোরে ধাক্কা মারিলে প্রাইভেটকারটি দুমরে মুচরে যায় । |