বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টার সময় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সকলকে খিচুড়ি খাওয়ানো হয়।
শীতবস্ত্র পাওয়া স্থানীয় আঃ রব সিকদার বলেন, কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে, এতে আমাদের মতো অসহায় মানুষের শীত নিবারণের জন্য তেমন কিছু নেই। কম্বল পাওয়ায় অনেক উপকার হয়েছে।
ইসলামিক এডুকেশন সোসাইটি সহকারী পরিচালক মো. মহিব্বুল্লাহ বলেন, এই শীতে মানুষ অনেক কষ্ট করছে।আমি এলাকায় গরিব অসহায় মানুষের খোঁজ নিয়ে তাদের মাঝে কম্বল বিতরণ করেছি। যদিও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এসকল মানুষের শীতের কষ্ট দূর করার জন্য বৃত্তবানদের প্রতি আহবান জানান তিনি।
কম্বল বিতরন করার সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান, মোঃ মহিউদ্দিন ও মো.আলী।