ভালুকায় ইট ভাঙ্গানো লরি ফিসারিতে পড়ে চালক নিহত।
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
|
![]() সময় নিউজ বিডিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইট ভাঙ্গানো লরি ফিশারিতে পড়ে মো. নাজমুল (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ভালুকা উপজলার ভরাডোবা ইউনিয়নের দক্ষিণ রাংচাপাড়া গ্রামে বাইতুল জামে মসজিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব ধাড়াপাড়া গ্রামের সুরহাব উদ্দিনের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ১০টার দিকে ভালুকা থেকে স্থানীয় একটি ইট ভাঙ্গানো লরি দক্ষিণ রাংচাপাড়া গ্রামে ইট ভাঙ্গানোর জন্য যাচ্ছিল। এ সময় রাংচাপাড়া বাইতুল জামে মসজিদ রাস্তায় আসলে ওই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফিশারিতে পড়ে পানিতে ডুবে যায়। এতে নাজমুল নামের ওই চালক মারা যান। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল-মামুন জানান, আমরা সংবাদ পাই- পানির মধ্যে একটি লরির নিচে লরির চালক আটকে পড়ে আছে। পরে সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর চালক নাজমুলকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। পরে নিহতের লাশটি ভালুকা মডেল থানার এসআই কাজলের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার (এসআই) কাজল জানান, ফিশারির রাস্তাটি খারাপ ছিল। ইট ভাঙ্গানো লরিটি চালাতে গিয়ে ফিশারিতে পড়ে চালকের মৃত্যু হয়েছে। |