উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার
কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
|
![]()
কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় পালংখালীর বালুখালী পান বাজার ফ্রেন্ডশীপ হাসপাতালের সামনে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতারা হলো- বালুখালী ৭ নং ক্যাম্পের রহমাত উল্লাহ এর ছেলে এনাম উল্লাহ (২৩) ও একই ক্যাম্পের জামাল হোসেনের ছেলে মোঃ আয়াস (২২)। কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি মো. বিল্লাল উদ্দিন শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জানান,শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নস্থ বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় এনাম উল্লাহ ও মোঃ আয়াস নামে দুই রোহিঙ্গাকে ৫০ হাজার ইয়াবা সহ গ্রেফতার করে। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করে মামলা রুজু করা হয়েছে। |