কলাপাড়ায় কঞ্জুমার গ্রুপ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ।।
মোঃ মাসুম বিল্লাহ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।
|
![]() নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যোক্তা ও কঞ্জুমার গ্রুপ সদস্যদের নিয়ে এইচপি আশা’র দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলাপাড়া পৌরসভার হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভোক্তা গোষ্ঠীকে ওয়াশ সচেতনতা এবং ওয়াশ ব্যবসা পর্যবেক্ষণের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, আশা’র শাখা ব্যবস্থাপক মো.ফারুক হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন ট্রেনিং অফিসার এইচপি আশা বরগুনা ও কলাপাড়া মোঃ শরিফুল ইসলাম খান। মিটিং ব্যবস্থাপনায় ছিলেন মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার এইচপি আশা’র মোঃ জান্নাতুল নাঈম। প্রশিক্ষন কার্যক্রমে কঞ্জুমার গ্রুপ কী, এর লক্ষ্য ও উদ্দেশ্য, সাধারণ ও কার্যকারি পরিষদ গঠন, কার্যকরি পরিষদের কার্যাবলী, মিটিং এর রেজুলেশন লেখা, তথ্য সংগ্রহ করা, রেজিস্ট্রার সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াস স্যানিটেশন উদ্যোক্তা সুমন শিকদার, স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তা ইসরাত জাহান পাপড়ী, বর্জ্য সংগ্রাহক মো. সাইদুল ইসলাম, ওয়াশ কঞ্জুমার গ্রুপের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক শিক্তা রায়, সহ সভাপতি রেখা রানী সহ কঞ্জুমার গ্রুপের সদস্যরা। এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। |