পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে লাশ হয়ে ফিরলো এ এস আই
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
|
![]() নিউজ ডেস্কঃ ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা পুলিশ লাইনস্ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত এ এস আই জহিরুল ইসলাম (৪৬) গ্রামের বাড়ি থেকে বেড়াতে আসা ভাতিজা মোহাম্মদ ইনছান উদ্দিন (৩০) ও সুমন মাহমুদ (২৩) কে সাথে নিয়ে নেত্রকোণার সীমান্তবর্তী এলাকার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে লাশ হয়ে ফিরলো। বুধবার বিকেলে ভাতিজাদের সাথে নিয়ে মোটরসাইকেল যোগে কলমাকান্দা উপজেলার সাত শহীদের মাজার এলাকার পাহাড়ি সৌন্দর্য উপভোগ শেষে বিকাল ৪টার দিকে কলমাকান্দা-লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় এ এস আই জহিরুল ইসলাম ও ভাতিজা মোহাম্মদ ইনছান উদ্দিন নিহত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সুমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত জহিরুল ইসলাম শেরপুরের নকলা উপজেলার পোলাবেশ গ্রামের বীর মুক্তিযোদ্ধা দুলাল উদ্দিনের ছেলে এবং স্বাধীন ও সৈকত নামের নবম শ্রেণির পড়ুয়া জমজ সন্তানের বাবা। |