ভাষাশহীদদের ‘হিরো’ বললেন ডেনমার্কের নাগরিক হেলেন
ইসরাত জাহান কনিকাঃ-
|
![]() সময় নিউজ বিডিঃ- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে ডেনমার্কের নাগরিক হেলেন বলেছেন, ভাষাশহীদরা ‘হিরো’। পুস্পস্তাবক অর্পণের মাধ্যমে তাদের সম্মান প্রদর্শন করেছি। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমার খুবই ভালো লেগেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন হেলেন। হেলেন বলেন, দিবসটি পালনে নানা আয়োজন ও নানা বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণ দেখে ভালো লাগছে। সবকিছু দেখে বেশ ভালো লাগছে। নানা বয়সী মানুষ সেজেগুজে এসেছে। দিবসটি পালন করছে। তাদের সঙ্গে এক হয়ে আসতে পেরে আমিও আনন্দবোধ করছি। ভাষা দিবসের বিষয়ে জানেন কি না এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে এই দিনে বাঙালি তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হতে হয় এ দেশের মানুষকে। তাদের এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে ১৯৯৯ সালে ইউনেস্কো এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দেয়। বিশেষ করে বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষ আছেন সে সব দেশে ঘটা করে দিনটিকে স্মরণ করা হয়। |