কলাপাড়ায় জাতীয় বীমা দিবস উদযাপন।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
|
![]() নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় বীমা দিবসে উদ্ভুদ্ধকরণ সভা ও পুরস্কার বিতরণ এবং ঐতিহাসিক ৭ই মার্চে উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, শাহিনা পারভিন সীমা, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। |