বরিশালে সয়াবিন তেল উপহার পেলেন জার্মান তরুণীর বৌভাতে।
|
![]() নিউজ ডেস্কঃ :জার্মান নাগরিক আলিসা ও বরিশালের ছেলে রাকিবুল আহসান শুভর বৌভাত অনুষ্ঠানে পাঁচ লিটার সয়াবিন তেল উপহার দিয়েছেন এক অতিথি। এ নিয়ে সৃষ্টি হয়েছে হাস্যরস।
উপহার দেয়া অতিথি পারভেজ রাসেল বলেন, ‘বর্তমান সময়ে আলোচিত ইস্যু সয়াবিন তেলের দাম ও সংকট। তেল উপহার দেয়ার ক্ষেত্রে এ বিষয়টি কাজ করেছে। পাশাপাশি মনে হয়েছে বিদেশি মেয়ের সঙ্গে দেশি ছেলের বিয়েতে এই উপহার বাড়তি আনন্দ যোগ করবে। আমি নিজেই এই বোতল র্যাপিং করেছি। পারভেজ রাসেল নামে এক ব্যক্তি অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত হয়ে এই উপহার দেন। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার উলালবাটনা এলাকার বাসিন্দা ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের বাড়িতে শুক্রবার অনুষ্ঠিত হয় বৌভাত।
শুভর বাবা শহিদুল ইসলাম জানান, ৬৫টি বড় বড় পাত্রে বৌভাতের রান্নার আয়োজন করা হয়। সব মিলিয়ে তিন হাজার অতিথিকে দুপুরে আপ্যায়ন করা হয়েছে। সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের প্রতিটি আয়োজন দেখে ছেলের বউ ও তার বান্ধবী জেনিফা খুশি বলেও জানান তিনি। রাকিবের সঙ্গে জার্মানিতে পরিচয়ের পর পরিণয়, এরপর বিয়ে হয় আলিসার। তবে সেখানে বাঙালি রীতি অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে বিয়ের আয়োজন করা হয়নি। এবার বরিশালে ব্যাপক আয়োজন হয়ে গেল সব। এর আগে বুধবার সন্ধ্যায় আলিসার শ্বশুর শহিদুল ইসলামের বাড়িতে গায়েহলুদের আয়োজন করা হয়। বৌভাত অনুষ্ঠানে আলিসা ও শুভ বিয়ের সাজ নেন। |