ফকিরহাট বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।
মোঃ রাকিবুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ ফকিরহাট নানা আয়াজনর মধ্য দিয় বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়ছ।
এ উপলক্ষ বহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজলা পরিষদ চত্ত্বর বঙ্গবন্ধুর প্রতিকতিত পুষ্পস্তবক অর্পন করন উপজলা পরিষদ, উপজলা প্রশাসন, মুক্তিযাদ্ধা সংসদ, মডল থানা পুলিশ সহ বিভিন সরকারী দপ্তর ও বিভিন সংগঠনর নতবদ। পরে উপজলে অডিটরিয়াম কেক কাটা, আলাচনা ও বিভিন প্রতিযাগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বগমর সভাপতিত্ব অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন উপজলা পরিষদর চয়ারম্যান স্বপন দাশ। এসময় এসিল্যান্ড বিধান কান্তি হালদার, উপজলা ভাইস চয়ারম্যান শখ মাস্তাহিদ সুজা, মহিলা ভাইস চয়ারম্যান তহুরা খানম সহ বিভিন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযাদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্তি ছিলন। এছাড়াও উপজলা আওয়ামী লীগ ও সহযাগি সংগঠন, ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযাগি সংগঠন, মূলঘর ইউনিয়ন আওয়মী লীগ ও সহযাগি সংগঠন, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ, মূলঘর ইউনিয়ন পরিষদ এর আয়াজন বঙ্গবন্ধুর প্রতিকতিত পুস্পমাল্য অপর্ন, কক কাটা ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়ছ।
|