কলাপাড়ায় প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত।।
মোয়াজ্জেম হোসেন পটুয়াখালী।
|
![]() পটুয়াখালী প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল চারটায় পৌর শহরের মঙ্গলসূখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি মঙ্গলসূখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দিলিপ কুমার মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো.নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন-সম্পাদক মো.কামরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.পারভেজ সাজ্জাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো.মনিরুজ্জামান মনির প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত সদস্যদের শপথের মাধ্যমে সমিতি পরিচালনার দ্বায়িত্ব অর্পণ করেন। এর আগে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক নির্বাচনের মাধ্যমে মো.জাহাঙ্গীর আলম সভাপতি এবং সোহরাব হোসেন হিরনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
|