উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ২ আরসার সন্ত্রাসী গ্রেফতারঃ৪০ হাজার ইয়াবা উদ্ধার।
কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা পৃথক ব্লক রেইড পরিচালনা করে তালিকাভুক্ত কথিত আরসার ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।এবং কথিত আরসা’র গান গ্রপ কমান্ডার ছমি উদ্দিনের পলায়ন করার আস্তানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আলম প্রকাশ মুসা (৩০), এর শেড থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। সোমবার রাত দেড়টার দিকে মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৪ এর ব্লক-এ,বি এবং সি এলাকার অপরদিকে সোমবার দুপুর দেড়টার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড কার্তুজ সহ কথিত আরসা’ নেতা কমান্ডার জুবায়ের এর গান গ্রুপের শুটার রোহিঙ্গা ইদ্রিসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কথিত আরসার সন্ত্রাসীরা হলেন,৪ নং ক্যাম্পের ১৮/বি ব্লকের আবুল নছরের ছেলে মোঃ রফিক (২৩) ও কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের মৃত আব্দুল করিমের ছেলে মুহাম্মদ ইদ্রিস (৪২)। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক নাঈমুল হক নিপু পিপিএম জানান,ক্যাম্পে পৃথক ব্লক রেইড পরিচালনা করে কথিত ২ আরসার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় কথিত আরসা’র গান গ্রপ কমান্ডার ছমি উদ্দিনের পলায়ন করার আস্তানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আলম প্রকাশ মুসা (৩০), এর শেড হতে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তৎমধ্যে মুহাম্মদ ইদ্রিস (৪২)রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে কথিত আরসা’ নেতা জোবায়েরের পক্ষে অবৈধ প্রভাব তৈরির ব্যার্থ চেষ্টা করে আসছিল। সে জুবায়ের গ্রুপে এক সপ্তাহ আগে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গুলি করেছিল। দীর্ঘদিন ধরে কুতুপালং ক্যাম্প পুলিশ তাকে হন্য হয়ে খোঁজছিল।একাধিক টিমের কর্ডন ও প্রযুক্তির সাহায্য এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ হানিফ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৪ এর ব্লক-এ ,বি এবং সি এর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান ও ব্লক রেইড পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং মাদকসেবী’দের গ্রেফতারের চেষ্টা করা হয়। ব্লক রেইড পরিচালনাকালে পুলিশ হেডকোয়ার্টার্স এর তালিকাভূক্ত কথিত আরসার নেতা মোঃ রফিক (২৩), কে গ্রেফতার করা হয়। একইদিন রাত ১টার দিকে নৌকার মাঠ ক্যাম্প পুলিশের একটি আভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্প-০৬ এর ব্লক- ডি/১০ তে কথিত আরসা’র গান গ্রপ কমান্ডার ছমি উদ্দিনের পলায়ন করার আস্তানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আলম প্রকাশ মুসা (৩০), এর শেড হতে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানের সময় ড্রেনের মত সুড়ংগ দিয়ে ইয়াবা পাচারকারী নূর কামাল প্রকাশ সমির উদ্দিন (৪০),জোবায়ের (২৭),মোহাম্মদ আলম প্রকাশ মুসা (৩০), পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামিদের গ্রেফতারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এক যোগে ব্লক রেইড চলছে। উল্লেখ্য রোহিঙ্গা দুস্কৃতিকারীর নুর কামাল ওরফে ছমি উদ্দিন কথিত আরসা’র গান গ্রপের কমান্ডার এবং মায়ানমার বর্ডার স্মাগলিং এর রুট প্রধান।এবং জুবায়ের মরকজ এলাকার কথিত আরসা’র টাইগার ইউনিটের প্রধান ।জুবায়ের সন্ত্রাসী কর্মকান্ডে নিহত কথিত আরসা’ নেতা কলিম উল্লাহ র ভাই। গ্রেফতার কথিত ২ আরসার সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। |