প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল কলাপাড়ার ভূমিহীন ১২০ পরিবার।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া।
|
![]() কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল উপজেলার ১২ টি ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ১২০ পরিবার। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্স’র মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ওবায়েদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুর কবির প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১২০ টি ঘরের চাবি ও দলিলপত্র আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
এসময় সহকারি পুলিশ সুপার কুয়াকাটা টুরিষ্ট পুলিশ জোন আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন শিমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো: মনিরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
|