সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আত্রাই উপজেলা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।
আত্রাই উপজেলা প্রতিনিধিঃ-
|
![]() নিউজ ডেস্কঃ – নওগাঁর আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ থানায় কর্মরত পুলিশ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের শান্তি প্রিয় মানুষকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সকলকে নিয়ে আনন্দে কাটুক ঈদের দিনগুলো। আর এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। তিনি জেলা পুলিশ সুপার পক্ষে তিনি আরও জানান, পবিত্র ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আত্রাই থানা পুলিশ সবসময় মাঠে আছে। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা নিবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা (ঈদ মোবারক)। |