জবি ট্রেজারারের সাথে স্পেন দূতাবাস কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ।
সাকিব হোসাইন, জবি প্রতিনিধিঃ
|
![]() নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনষ্টিটিউটে স্পেনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অন্তর্ভূক্ত করার বিষয়ে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে স্পেন দূতাবাস কর্তৃপক্ষ সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (২২ মে) স্পেন দূতাবাসের উপপ্রধান এমিলিয়া সেলেমিন রেদোন্দো ট্রেজারারের কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনষ্টিটিউটে স্পেনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অন্তর্ভূক্তিকরন বিষয়ে স্পেন দূতাবাসের সাথে আলোচনা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনষ্টিটিউট পরিচালক খন্দকার মোন্তাসির হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, পরিচালক (অর্থ ও হিসাব), স্পেন দূতাবাসের কর্মকর্তা উপস্থিত ছিলেন। |