স্থানীয় বহিরাগতদের হাতে বিএম কলেজের হোস্টেলের ছাত্র আহত।
শান্ত ইসলাম, বিশেষ প্রতিনিধি ঃ
|
![]() নিউজ ডেস্কঃ গত২১ মে ২০২২ তারিখ বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় বহিরাগত দের সাথে বিএম কলেজের হোস্টেল এর ছাত্রদের সাথে মারামারি সংঘটিত হয়।
এময় বহিরাগত লিমন, তানভির সহ আরো অনেকে কলেজ হোস্টেল এর রাকিব ও তানভির কে দেশি অস্ত্র দিয়ে পিটালে তানভিরের হাত ভেঙে যায় ও রাকিব এর মাথায় গুরুতর আঘাত পায়। তখন কলেজের শিক্ষার্থীরা তানভির ও রাকিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করে। পরে তানভির বাদি হয়ে হামলাকারীদের নামে মামলা করেন। পরে ২২ মে সকালে সহপাঠীদের একাংশ হামলার প্রতিবাদে মিছিলবের করে অধ্যক্ষ এর কাছে দাবি পেশ করেন। দাবি গুলো হলো দাবি ১। আসামি দের দ্রুত সময়ে গ্রেফতার করতে হবে। |