কক্সবাজারে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, সিএনজি চালক আটক
কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ কক্সবাজার সদরের খরুলিয়ায় স্কুলে আসার পথে দুই ছাত্রীকে ‘অপহরণ’ চেষ্টার অভিযোগ উঠেছে জসিম উদ্দিন (১৮) নামে এক সিএনজি ড্রাইভারের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। স্থানীয় ইউপি সদস্য শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্কুলের দুই শিক্ষার্থীকে সিএনজি ড্রাইভার কক্সবাজারের দিকে নিয়ে যেতে চেষ্টা করলে ওই শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় জনতা বখাটে ড্রাইভারকে আটক করে স্কুলে নিয়ে আসে। পরে পুলিশে সোর্পদ করেছে।’ কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ড্রাইভার জসিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। |