পটুয়াখালীতে অসুস্থ প্রাক্তন প্রধান শিক্ষককে দেখতে সাবেক প্রতিমন্ত্রী।।
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী।
|
![]() পটুয়াখালী প্রতিনিধি।। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়জর আলী’র সাথে সাক্ষাৎ করেছেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মো.মাহবুবুর রহমান তালুকদার।
বুধবার বিকেলে বরেণ্য এ শিক্ষকের পটুয়াখালীস্থ নিজ বাসভবনে স্বাস্থ্যের খোঁজ নিতে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল আলম ও মো.মঞ্জুরুল ইসলাম এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ’র প্রভাষক মো.আবু ইউসুফ। প্রাক্তন শিক্ষার্থীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই শিক্ষক।
মো. মাহবুবুর রহমান তালুকদার বলেন, কলাপাড়া উপজেলার শিক্ষা বিস্তারে ফয়জর আলী স্যারের অবদান অনস্বীকার্য। তিনি এই শিক্ষকদের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
|