প্রধানমন্ত্রীকে কটুক্তি, প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ।
এস এম আওলাদ হোসেন,লক্ষ্মীপুর।।
|
![]() নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌর যুবলীগ। যুবলীগের মিছিলে নেতৃত্ব দেন সাবেক জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, মাহবুবুল হক মাহবুব, পৌর যুবলীগের আহবায়ক আল আমিন ভূইয়া সহ প্রমূখ। শনিবার দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর ষ্টেশন গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপুর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বক্তব্যে সালাহ্ উদ্দিন টিপু বলেন, লক্ষ্মীপুরের শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য সাবেক এমপি এ্যানী চৌধুরী উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আমরা এ বক্তব্যের প্রতিবাদ জানাই। পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সকল নেতাকর্মীদের মাঠে থেকে এসব অশুভশক্তি মোকাবেলা করবে। |