পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে কুয়াকাটায় আনন্দ মিছিল।।
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া।
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কুয়াকাটায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা ও পর্যটন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন সংগঠন’র উদ্দোগে পৌরসভা কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পৌরসভা কার্যালয় এসে পথসভায় পরিনত হয়। সভা শেষে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব,কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা ভূইয়া মার্কেট সভাপতি নিজাম হাওলাদার, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র শহীদ দেওয়ান, সাধারণ সম্পাদক মিলন পহলান, পৌর কাউন্সিলর মজিবুর রহমান, মনির শরীফ, টোয়াক সাধারণ সম্পাদক কে এম জহির, ট্যুর গাইড এসোসিয়েশন’র সভাপতি কেএম বাচ্চু, কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহামুদ সহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘স্বপ্ন আর বাস্তবতার মাঝে দুরত্ব মাত্র কয়েকটা দিন। ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশি-বিদেশী সকল ষড়যন্ত্রের জবাব দিবেন। ’তিনি আরো বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে সব থেকে বড় সুফল আমরা কুয়াকাটার মানুষ ভোগ করবো। এর ফলে কুয়াকাটায় পর্যটন শিল্পে অপার সম্ভবনা তৈরী হবে।
|