কাশিয়ানীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জ।
|
![]() নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ধযাপন।আজ ২৩/০৬/২০২২ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ,আলোচনাসভা কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্মসাধারণ সম্পাদক শরাফত হোসেন মির্ধা লাভলু, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, কাশিয়ানী এম এ খালেক বিশ্ববিদ্যালয়ের ভিপি মোরশেদুল ইসলাম, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সহ উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় অফিস থেকে শোভাযাত্রা বের বাজার প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে শেষ হয়। আলোচনা সভায় নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু সহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
|