নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ৯ জেলে আটক।।
মোয়াজ্জেম হোসেন,কলাপাড়া।
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বুধবার দুপুরে কুয়াকাটা সী-বিচের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে এসব জেলেদের আটক করা হয়। পরে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আটককৃত জেলেদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন। এসময় নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে আর মাছ ধরবেনা মর্মে মুচলেখা দিলে এসব জেলেদের ছেড়ে দেয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ আখতার মোর্শেদ জানান, অসাধু জেলেদের বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
|