চারদিন পর মিলল নিখোঁজ সাংবাদিকের লাশ
এস এম আওলাদ হোসেন
|
![]() নিখোঁজের চারদিন পর কুষ্টিয়ার গড়াই নদীতে মিলল হাসিবুর রহমান রুবেল নামে এক সাংবাদিকের মরদেহ। বৃহস্পতিবার (৭ই জুলাই) দুপুরে স্থানীয়রা গড়াই নদীর ওপর নির্মাণাধীন সেতুর গার্ডারে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। তিনি কুষ্টিয়ার স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি। কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর ওপর নির্মাণাধীন যদুবয়রা সেতুর নীচে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা সেটি উদ্ধার করে। পরে রুবেলের ছোট ভাই মাহাবুব মরদেহটি শনাক্ত করেন। উল্লেখ্য, গেল ৩ জুলাই রুবেল নিখোঁজ হলে পরদিন ৪ জুলাই তার ছোট ভাই কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। রুবেল সাংবাদিকতার পাশাপাশি ঠিকাদারি ব্যবসায়ের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার হাবিবুর রহমানের ছেলে। |