আঞ্চলিক গবেষণার জন্যে কবি আবদুল হাকিম পুরস্কার পেলেন গাজী গিয়াস উদ্দিন
এস এম আওলাদ হোসেন
|
![]() আঞ্চলিক গবেষণার জন্যে কবি আবদুল হাকিম পুরস্কার পেলেন বিশিষ্ট কবি ও লেখক গাজী গিয়াস উদ্দিন। আজ ১৪ জুলাই ২০২২ নোয়াখালী লেখক ফোরাম এ পুরস্কার প্রদান করে। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি পুরাতন ভবন হলরুমে সকাল সাড়ে১০ টায় জেলা প্রতিষ্ঠার দুশ বছর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া ক্রেস্ট, সম্মাননাপত্র ও কলম পুরস্কৃতের হাতে তুলে দেন। নোয়াখালী লেখক ফোরাম আহবায়ক বিশিষ্ট নজরুল গবেষক কবি ড. আবু হেনা আবদুল আউয়াল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবিএম ফজলুল হক বাদল ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর। অনুষ্ঠান উপকমিটির আহবায়ক মোহাম্মদ ইউছুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অনুরাগ সঙ্গীত একাডেমি লক্ষ্মীপুর এর অধ্যক্ষ মাহবুবুল বাসার, জনতা ব্যাংকের সাবেক এজিএম আবুল বারাকাত,কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, আবদুল কুদ্দুছ রানা ও কবি শওকত ইমতিয়াজ। কবি রুবেল আহমেদ এতে উপস্থিত ছিলেন। কবি আবদুল হাকিম পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন কবিতায় কবি আবু হেনা আবদুল আউয়াল। আঞ্চলিক গবেষণার জন্যে মো. ফখরুল ইসলাম ( নোয়াখালী), গাজী গিয়াস উদ্দিন ( লক্ষ্মীপুর), ম সানা উল্যাহ ও একেএম গিয়াস উদ্দিন মাহমুদ ( নোয়াখালী), শাবিহ মাহমুদ ( ফেনী) ও এ এস এম ইউনুছ (নোয়াখালী)। গাজী গিয়াস উদ্দিন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক ও মাসিক বাংলা আওয়াজ সম্পাদক। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১২ টি।তন্মধ্যে রয়েছে লক্ষ্মীপুরের স্মরণীয় বরণীয় (২০১৯ ও ২০২১ সংস্করণ), মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস লক্ষ্মীপুর জেলা |