কলাপাড়ায় শাপলা কাব এবং প্রেসিডেন্টস স্কাউটস এওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত।।
মোয়াজ্জেম হোসেন পটুয়াখালী
|
![]() পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শাপলা কাব এবং প্রেসিডেন্টস স্কাউটস এওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লিখিত পরীক্ষার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে মৌখিক এবং ব্যাবহারিক মূল্যায়ন’র মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হয়।এক ঘন্টার ৫০ নম্বরের লিখিত বাকি ৫০ নম্বরের মৌখিক এবং ব্যাবহারিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। শাপলা কাব এওয়ার্ড ২০ জন এবং প্রেসিডেন্টস স্কাউটস এওয়ার্ড পরীক্ষায় ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মো.নূরুল হক, কমিশনার মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মা মা নৈ সদস্য মোয়াজ্জেম হোসেন এবং পরীক্ষকবৃন্দ। বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মো.নূরুল হক আজকের পত্রিকাকে জানান, প্রতি বছরের ন্যায় উপজেলা থেকে শাপলা কাব এবং প্রেসিডেন্টস স্কাউটস এওয়ার্ড পরীক্ষায় মোট ২৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
|