পেকুয়ায় পল্লী মিশন পরিচালক বিনয় দাসের বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ।
কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ কক্সবাজারের পেকুয়ায় পল্লী মিশন নামক এক বেসরকারি সংস্থার পরিচালক বিনয় দাসের বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ পাওয়া গেছে। সে বাস্তব নামক একটি এনজিও সংস্থার সাবেক স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত ছিলেন। নারী কেলেংকারীর এ ঘটনার পর তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। বিনয় দাস কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। বাস্তব অফিস সুত্রে জানা গেছে , বিনয় দাস বাস্তব নামক এ এনজিওতে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য কর্মী হিসেবে যোগদান করেন। বর্তমানে সে পল্লী মিশন নামক আরেকটি বেসরকারী এনজিও সংস্থার পরিচালক হিসেবে আছেন। দীর্ঘদিন যেহেতু স্বাস্থ্য কর্মী হিসেবে বাস্তব নামক এই সংস্থায় কাজ করেছেন সেহেতু সে এখন ছোটখাটো একজন ডাক্তার। মানুষে চিনে তাকে ডাক্তার বিনয় হিসেবে। বাস্তব নামক এই এনজিও সংস্থাটির পেকুয়ার প্রধান অফিস শিলখালী ইউনিয়নের শিলখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্টেশনে। সেখানে বিনয় দাসের সাথে স্বাস্থ্য কর্মী সহকারী হিসেবে একাধিক নারী কাজ করতেন । এসব নারী কর্মীদের এক সাথে কাজ করতে করতে এক পর্যায়ে তিন সন্তানের মায়ের সাথে গড়ে ওঠে তার অবৈধ সম্পর্ক। ওই নারীও এক সময় বাস্তবে চাকরি করতেন। তবে ওই নারী “বাস্তব” থেকে চাকরি ছেড়ে গেলেও কমেনি তাদের অবৈধ সম্পর্ক। এছাড়া এধরনের অপকর্ম করতে পেকুয়ার বিভিন্ন বিল্ডিংয়ে নিয়েছেন গোপন রুম। সর্বশেষ গত ২৭ জুলাই রাত ১০ টার দিকে চিকিৎসা দেওয়ার কথা বলে ওই নারীর বাড়িতে যান বিনয় দাস। সেখানে স্থানীয় প্রতিবেশীরা তাকে ধরার চেষ্টা করলে সে দৌঁড়ে একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানে স্থানীয় মেম্বার তার অপকর্মের বিষয়টা অফিসকে জানান। অফিস তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিনয় দাস ও ওই নারী ভিন্ন ধর্মাবলম্বী। একজন মুসলিম অন্য জন হিন্দু। বিনয় দাস দুই ছেলে সন্তানের পিতা, আর ওই নারী তিন ছেলে সন্তানের মা। এই বিষয়ে বিনয়ের সাথে কথা বলা হলে তিনি বলেন, আমি ওই নারীকে চিকিৎসা দিতে গিয়েছিলাম। আর বাকীগুলো আমার বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া কিছু না। বাস্তবের পেকুয়া শাখার কর্মসূচি সমন্বয়কারী মো. গোলাম আজম বলেন, স্বাস্থ্য কর্মী বিনয় দাসকে নারী কেলেংকারীর দায়ে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে পল্লী মিশন পেকুয়া শাখার ম্যানেজার স্বপন দাস বলেন, বিনয় দাস আমাদের পল্লী মিশন সংস্থার পরিচালনায় আছেন। অভিযোগের বিষয়ে আমি অবগত নই। |