টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কাশিয়ানি রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা নিবেদন।
আশরাফুজ্জামান স্টাফ রিপোর্টারঃ
|
![]() নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কাশিয়ানী রিপোর্টার ফোরাম।
৬আগস্ট ২০২২ইং (শনিবার) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান।
পরে সাংবাদিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সহ ১৫ই আগষ্টে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব দ্বীপ আজাদ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুরাদুল ইসলাম, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি কাজী কাফু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় দৈনিক শিরোমণি পত্রিকার জেলা প্রতিনিধি ইমরান শেখসহ কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
|